খুলনা অফিস :
খুলনার বটিয়াঘাটা উপজেলার নতুন স্ট্যান্ডে আজ বুধবার ভোর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে খালের উপর ঝুলন্ত ৩৫ টি দোকান পুড়ে ছাই হয়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দেরিতে ঘটনাস্থলে পৌছানোর কারনে ক্ষতির পরিমাণ বেশী হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
জানা গেছে, বুধবার ভোর রাত ৪ টার দিকে উপজেলার নতুন স্ট্যান্ডের খালের উপর অবস্থিত ঝুলন্ত দোকানে বৈদুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয় বলে প্রথমিক ভাবে ধারনা করা হচ্ছে ৷ মুহুর্তের মধ্যে আশ পাশের একাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায় ৷
আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় স্ট্যান্ড মসজিদের মাইকে বার বার আগুন লাগার ঘোষনা দিতে থাকে। স্থানীয় লোকজন তাৎক্ষনিক ভাবে অাগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় ৷ ফায়ার সার্ভিসের গাড়ী আসার পূর্বেই ৯৫ শতাংশ দোকান পুড়ে যায় ৷
প্রাথমিকভাবে খোজ নিয়ে জানা যায় প্রায় ৩৫
টি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩ কোটি টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, থানার ওসি রবিউল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন ৷
পূর্ববর্তী পোস্ট