হোম আন্তর্জাতিক দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া

আন্তর্জাতিক ডেস্ক :

ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চল।

এরইমধ্যে আগুনে পুড়ে গেছে কয়েক’শ একর বনভূমি। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি অবকাঠামোও। খবর এনবিসিনিউজের।

স্থানীয় আবহাওয়া বিভাগ জানায়, বৃহস্পতিবার দুপুরে অঙ্গরাজ্যটির শাস্তা কাউন্টিতে আগুন লাগে। বাতাসের তীব্রতার কারণে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। এসময় কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে ছুটে আসেন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে ধোঁয়া ও বাতাসের কারণে আগুন নেভাতে প্রচন্ড বেগ পেতে হয় তাদের।

এদিকে, আগুনের ভয়াবহতা থেকে বাঁচতে এরইমধ্যে সরিয়ে নেয়া হয়েছে অন্তত ১১ হাজার বাসিন্দাকে। বাকিদেরও নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে বন্যায় বিপর্যস্ত দেশটির আরেক অঞ্চল ভার্জিনিয়া। পানিতে আটকা পড়ে এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। যাদের উদ্ধারে তৎপর রয়েছে উদ্ধারকর্মীরা। তবে এখনো কাউকে উদ্ধার না করা যাওয়ায় হতাহতের ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গভর্নর গ্লেন ইয়োংকিন বুধবারই ঝড়ে ক্ষতিগ্রস্তদের উদ্ধারে জরুরি অবস্থা জারি করেছেন। তিনি বলেন, আমরা গভীরভাবে শোকাহত যে এই বন্যা আমাদের এত ক্ষতির সম্মুখীন করল। এটা গত বছরের বন্যার ক্ষত না মুছতেই বাসিন্দাদের আবারও আক্রান্ত করল। খবর আনাদলু নিউজ এজেন্সির।

তিনি বলেন, ‘ভার্জিনিয়ার বুচানান কাউন্টির মানুষদের রক্ষায় আমরা সম্ভবপর সকল সহযোগিতাই করছি।’

বৃহস্পতিবার ক্ষয়ক্ষতির পরিমাপ বুঝতে বন্যাদুর্গত এলাকায় বিশেষ দল পৌঁছেছে। এ ছাড়া বন্যায় আটকেপড়াদের উদ্ধারে আরও কর্মীদের পাঠানো হচ্ছে। ভার্জিনিয়ার যোগাযোগ বিভাগ জানিয়েছে, তারা দুর্গত এলাকায় সাহায্য পাঠাতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন