হোম আন্তর্জাতিক দাবদাহের কবলে চীন

আন্তর্জাতিক ডেস্ক :

ইউরোপের পর এবার তীব্র দাবদাহের কবলে চীনের পূর্বাঞ্চল। কয়েকটি শহরে তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি পর্যন্ত। এমনকি প্রাণহানিও ঘটেছে। জারি করা হয়েছে পাঁচ দিনের রেড অ্যালার্ট।

এদিকে, স্পেনের বিভিন্ন শহরে তাপমাত্রা বেড়ে যাওয়ায় দাবানলের আশঙ্কা আবহাওয়াবিদদের। ব্রিটেনের দক্ষিণ ও মধ্যাঞ্চলেও দেখা দিয়েছে তীব্র দাবদাহ। তাপমাত্রা বেড়ে যাওয়ায় দাবানলের কবলে ক্রোয়েশিয়া।

তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। তারপরও থেমে নেই কাজ। চীনের পূর্বাঞ্চলীয় সাংহাই, নানজিং ও ঝিজিয়াংসহ বেশ কয়েকটি শহর চলছে প্রচণ্ড দাবদাহ। বৃহস্পতিবার বাণিজ্যিক শহর সাংহাইয়ে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা বলছেন, ১৮৭৩ সালের পর শহরটিতে সর্বোচ্চ তাপমাত্রা এটি। প্রচণ্ড গরমে কয়েকজনের মৃত্যুও হয়েছে। খবর সিএনএনের।

উপকূলীয় জিয়াংসু ও ফুজিয়ান প্রদেশের অবস্থাও একই। এরই মধ্যে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অনেকে। গরমে অবস্থা বেশি খারাপ হওয়ায় সাংহাইসহ আরও কয়েকটি শহরে পাঁচ দিনের রেড অ্যালার্ট জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

ব্রিটেনে গরম থেকে বাঁচতে স্বস্তির আশায় সমুদ্র সৈকতে ভিড় করছেন মানুষ। গ্রীষ্মের শুরু থেকেই ইউরোপে দেখা দিয়েছে তীব্র দাবদাহ। লন্ডনসহ দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলীয় বিভিন্ন শহরে বর্তমানে তাপমাত্রা ৩৫ ডিগ্রি। আগামী কয়েকদিনে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস আবহাওয়া দফতরের।

আবহওয়া বিভাগের এক কর্মকর্তা বলেন, গেল কয়েকদিন ধরে যুক্তরাজ্যে তীব্র গরম। দেশটিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এমনটা হলে আগের সব রেকর্ড ভেঙে যাবে।

স্পেনের কয়েকটি শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস। সিভিলে শহরের অবস্থা সবচেয়ে খারাপ। তাপমাত্রা বেড়ে যাওয়ায় বিভিন্ন রোগ-বালাইয়ের পাশাপাশি দাবানলের আশঙ্কা কর্তৃপক্ষের।

এদিকে, তাপমাত্রা বেড়ে দাবানলের কবলে ক্রোয়েশিয়া। দেশটির আদ্রিয়াটিক উপকূলে এরইমধ্যে তিনটি ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হাজার হাজার হেক্টর বনাঞ্চল ও অসংখ্য ঘরবাড়ি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন