হোম অন্যান্যসারাদেশ যাত্রা শিল্পের ঐতিহ্য অবলুপ্ত ও সংকট-উত্তরণ বিষয়ক সেমিনার সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় – এর গবেষণা প্রকল্প যশোর -খুলনা অঞ্চলের যাত্রাশিল্প ঐতিহ্য, অবলুপ্ত ও সংকট-উত্তরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয় পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ এর কার্যলয়ে। বেলা ১১ টায় সংগঠনের সভাপতি নজরুল ইসলাম খান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক তাপস মজুমদার এর সঞ্চালনায় প্রধানা অতিথি ছিলেন প্রকল্প গবেষক খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড.রুবেল আনছার।

বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিন এর ছাত্রী গবেষক সাবরিনা আফরিন সিলভী। আরো ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অভিজিৎ চক্রবর্তী, আরিফুল ইসলাম।

যাত্রা শিল্পের সংকট ও উত্তরণ বিষয়ক সেমিনারে আলোচনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ. রেজিস্ট্রার সিরাজুল ইসলাম, নাট্যকর দেবাশীষ চক্রবর্তী, অধ্যাপক হাশেম আলী ফকির, প্রধান শিক্ষক তাপস দে, নাট্যব্যক্তিত্ব সমীর দাস, ঢাকা সিদ্ধেশ্বরী বালক উচ্চ মাথ্যমিক শিক্ষক মনিরুল আমীন, দীপক বসু, সুব্রত বসু, মনোজ ধীরাজ একাডেমির পরিচালক এম.এ হালিম, শিল্পী আব্দুস সাত্তার, তাপস বিশ্বাস প্রনব মন্ডল প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন