হোম জাতীয় ৬৬ বছরের মধ্যে জুলাইয়ে সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা!

জাতীয় ডেস্ক :

বন্যার পর গত কয়েকদিন ধরে সিলেট জেলায় ব্যাপক তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার (১৪ জুলাই) সিলেটে ৩৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা গত ৬৬ বছরের মধ্যে জুলাই মাসের উষ্ণতম দিন।

সিলেট আবহাওয়া অফিসের জ্যৈষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, সিলেটে সর্বশেষ ১৯৫৬ সালের জুলাই মাসে এত উচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

এর আগের দুইদিন বুধবার (১৩ জুলাই) তাপমাত্রা ৩৭ দশমিক ৩ ও মঙ্গলবার (১২ জুলাই) ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যেটিও স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি।

এদিকে, আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, চলমান ভ্যাপসা গরম পরিস্থিতি আরও দু’দিন চলতে পারে। এই দু’দিন সারা দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া চলমান তাপদাহ আগামী সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

তিনি বলেন, ঢাকা, টাঙ্গাইল, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, ফেনী ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ কারণে এসব অঞ্চলে যে গরম অনুভূত হচ্ছে, তা আরও দু’দিন অব্যাহত থাকতে পারে।

এছাড়া আগামী তিন দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, ১৭ বা ১৮ জুলাইয়ের শেষের দিকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন