হোম অন্যান্যসারাদেশ কামিনিবাসিয়া এলাকার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেন এম,পি গ্লোরিয়া ঝর্না

কামিনিবাসিয়া এলাকার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেন এম,পি গ্লোরিয়া ঝর্না

কর্তৃক
০ মন্তব্য 82 ভিউজ

সৌরভ মন্ডল,দাকোপঃ
খুলনার দাকোপ উপজেলার সুন্দরবন উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ সুপার সাইক্লোন আম্পান’র তান্ডবে ক্ষতিগ্রস্থ দাকোপ উপজেলার তিলডাংগা ইউনিয়নের কামিনিবাসিয়া টু ঝালবুনিয়া খেয়াঘাট প্রায় ৩.৫ কিলোমিটার ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ পায়ে হেটে পরিদর্শন করেছেন বাংলাদেশ আওমলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং খুলনা-বাগেরহাট সংরক্ষিত মহিলা ৩০ আসনের সংসদ সদস্য এডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্না । মঙ্গলবার (২৬ মে) ঈদুল ফিতর’র পরের দিন তিলগাংডা ইউনিয়নের কামিনিবাসিয়া এলাকর প্রায় ৩.৫ কিলোমিটার ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ পায়ে হেটে পরিদর্শণ করেন এবং ঐ এলাকার ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ দ্রুত মেরামতের আশসাস দেন এবং ঐ এলাকার মানুষের সাথে সুখ দুখ্যের কথা বলেন।’ এসময় সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ ও নেতা কর্মীরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন