আন্তর্জাতিক ডেস্ক :
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ পালিয়ে যাওয়ার পর দেশটির একটি সরকারি টিভি চ্যানেল দখল করে নিয়েছে বিক্ষোভকারীরা। বুধবার (১৩ জুলাই) শ্রীলঙ্কা রূপবাহিনী কর্পোরেশনের (এসএলআরসি) নিয়ন্ত্রণ নেয় তারা। এরপর দুই বিক্ষোভকারী খবর পড়েন। অবশ্য পরে চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, সরকারি টিভি চ্যানেলের কার্যালয়ে প্রবেশ করে দুই আন্দোলনকারী। এর আগেই টিভির উপস্থাপক ও অন্যান্য কলাকুশলীরা সরে যান। এরপর সেখানে ব্রেকিং নিউজ পড়ে ওই দুই বিক্ষোভকারী।
তারা বলেন, এখন থেকে চ্যানেলে অন্য কিছু দেখানো হবে না। শুধু সংবাদ ও প্রতিবাদের ছবি দেখানো হবে। এই লড়াই শেষ না হওয়া পর্যন্ত শ্রীলঙ্কা রূপবাহিনী কর্পোরেশন শুধু প্রতিবাদের খবরই দেখাবে। এরপরে সম্প্রচার বন্ধ হয়ে যায়।
এদিকে বিবিসি জানিয়েছে, রূপবাহিনী চ্যানেলের পর আরও একটি রাষ্ট্রীয় টিভি চ্যানেলে সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে। কলম্বোভিত্তিক ডেইলি মিরর জানিয়েছে, বিক্ষোভকারীরা টিভি ভবন ঘেরাও করার পর ইন্ডিপেনডেন্ট টেলিভিশন নেটওয়ার্ক তথা আইটিএনের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়।
এদিকে গোতাবায়া পালিয়ে যাওয়ার পর শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দেয়া হয়েছে। বুধবার (১৩ জুলাই) দেশটির স্পিকার ইয়াপা আবিওয়ার্দেনে সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট গোতাবায়ার নির্দেশনায় বিক্রমাসিংহেকে এ দায়িত্ব দেয়া হয়।
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েই বিক্রমাসিংহে বিক্ষোভকারীদের দমনে জরুরি অবস্থা ঘোষণা দিয়েছেন। রাজধানী কলম্বোসহ পশ্চিমাঞ্চলীয় প্রদেশে সান্ধ্য আইনও জারি করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, ৭৩ বছর বয়সী গোতাবায়া বুধবার প্রথম প্রহরে দেশ ছেড়েছেন। স্থানীয় সময় রাত ৩টার দিকে তিনি মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছান।
কয়েক মাস ধরে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং তার পরিবারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছিল লঙ্কানরা। দেশ ছেড়ে পালানোর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার এই দ্বীপ দেশে মহাপ্রতাপশালী রাজাপাকসে পরিবারের কয়েক দশকের কর্তৃত্বের লজ্জাজনক অবসান ঘটল।
