রাজনীতি ডেস্ক :
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে শোক বইয়ে বিএনপির পক্ষে স্বাক্ষর করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৩টায় জাপান অ্যাম্বাসিতে গিয়ে তিনি এ স্বাক্ষর করেন।
তিনি বলেন, শিনজো আবে একজন আন্তর্জাতিক নেতা ছিলেন। বাংলাদেশের সঙ্গে তার নিবিড় সম্পর্ক ছিল। জাপান বাংলাদেশের প্রধান উন্নয়ন সহযোগী, তার সময়ে বাংলাদেশ বেশি সহায়তা পেয়েছে। আগামী দিনেও বাংলাদেশের সঙ্গে জাপানের সুসম্পর্ক যেন অব্যাহত থাকে।
আমীর খসরু বলেন, পদ্মা সেতু নির্মাণে জাপানের অর্থায়ন বিষয়ে বেগম জিয়ার ফলপ্রসূ আলোচনার পরিপ্রেক্ষিতে বিএনপি ক্ষমতায় থাকলে ২০১৩ সালের মধ্যে পদ্মা সেতু নির্মাণ হয়ে যেত।
