নিজস্ব প্রতিনিধি :
পাটকেলঘাটার খলিষখালীর পদ্মবিল এলাকায় মৎস ঘেরে পানি সরবরাহে বাঁধা প্রদানের অভিযোগ উঠেছে। এঘাটানায় জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ করেও প্রতিকার পায়নি অভিযোগ ভুক্তভোগীর। ঘটনাটি ঘটেছে ভারশা খলিষখালী এলাকার পদ্মবিলে।
বুধবার সরজমিনে গেলে ভুক্তভোগী আনারুল ইসলাম জানান, ঘটনাস্থলে দীর্ঘদিন ভারশার ও খলিষখালী এবং কাশিয়াডাঙ্গা বিল এলাকার পানি চলাচল করে একটি সরু নালা দিয়ে। আমি সহ এলাকার অনেক মানুষ ওখানে বহুদিন যাবৎ মৎস্য ঘের পরিচালনা করে আসছি। কিন্তু ভারশা গ্রামের নজরুল ইসলাম, জালাল সরদার মাহাফিল উদ্দীন গায়ের জোরে পানি সরবরাহের পথ আটকে রেখেছে। আমি বিষয়টি নিয়ে তাদের বহু বার বলেছি কিন্তু তারা কোন কথায় কর্নপাত করেনা। অচীরে পানি সরবরাহে পথ পরিষ্কার না করলে এলাকার জনসাধারণ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে । এ ব্যাপারে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।
এবিষয়ে অভিযুক্ত জালাল সরদার জানান, আমি হারি নিয়ে মৎস ঘের পরিচালনা করি পদ্মবিলে । পানি যাওয়ার জন্য দুইটি কালবাট নির্মান করে দিচ্ছি। আনারুলভাই আমার নামে মিথ্যে অভিযোগ করছে। জমির মালিক ছমির সরদার ভারশাও খলিষখালী সংলগ্ন পদ্মবিলে সাড়ে ৪বিঘা জমি আছে আমাদের । দীর্ঘদিন যাবৎ আমার রেকর্ডীয় জমির পানি সমস্ত বিলে যায় । এনিয়ে আমারা কোন সময় বাঁধা প্রদান করিনি। আনারুল দলীয় প্রভাব খাটিয়ে আমাদের নানা ভাবে হয়রানি করে আসছে।
এবিষয়ে খলিষখালী ইউপি চেয়ারম্যান সাবীর হোসেন জানান, আমি অভিযোগ শুনেছি ঘটনাস্থল পরিদর্শন করে যথাযথ ব্যাবস্থা নেওয়া হবে। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি আমার জানা নেই। এবিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যাবস্থা নেওয়া হবে।
