নিজস্ব প্রতিনিধি :
সংকল্প সমাজের অনাচার, দূরাচার, দূনীতি ও অনিয়মের ক্ষেত্রে আপোষহীন ভূমিকা পালন করবে। জনগণের কথা সমাজের সামনে প্রকাশ করতে কোন রকম সংকোচ করবেনা। সংকল্প’র নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ প্রতিষ্ঠানে কর্তব্যরত সকল সংবাদকর্মীরা দৃঢ়তার সাথে এ প্রত্যয় ব্যাক্ত করেন। সংকল্প’র সম্পাদক রামকৃষ্ণ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপ-সম্পাদক কাজী শওকত হোসেন ময়না, বার্তা সম্পাদক মো: শাহ আলম, মফস্বল বার্তা সম্পাদক এসকে. ফেরদৌস আহমেদ, নিজস্ব প্রতিনিধি কিশোর কুমার, নিজস্ব প্রতিনিধি প্রান্ত জয়, প্রধান ফটো সাংবাদিক মোহাম্মাদ নিজাম, নিজস্ব প্রতিনিধি ফারহান খান চৌধুরী, নিজস্ব প্রতিনিধি খান নাজমুল হোসাইন প্রমুখ। সম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা ও পবিত্র ঈদুল ফিতর-এ সকল পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধায়ীদের শুভেচ্ছা জানানো হয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপস্থিত সবাই ঈদের আগাম শুভেচ্ছা বিনিময় করেন।
পূর্ববর্তী পোস্ট