নিজস্ব প্রতিনিধি :
ভূয়া এ অনির্বাচিত ম্যানেজিং কমিটি দিয়ে চলছে সাতক্ষীরার তালা উপজেলার স্বনামধন্য এক শিক্ষা প্রতিষ্ঠান । এলাকাবাসীর অভিযোগ তালা উপজেলার মাগুরা ইউনিয়নের কে এম এস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘ ২৫বছর যাবত রাতে আধারে বিনা নির্বাচনে চলছে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটি গঠন। বর্তমানে প্রভাবশালী এক মহলের প্রচেষ্টায় ত্র্যাডহক কমিটি দিয়ে পরিচালিত হচ্ছে বলে জানান তারা ।
খোঁজ নিয়ে জানা গেছে,,পাশ্ববর্তী এলাকার খলিশখালী শৈব বালিকা বিদ্যালয়,দলুয়া ম্যাধমিক বিদ্যালয় সহ বেশ কয়টি প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে নির্বাচনের মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠিত হয়েছে । কিন্তু স্বনামধন্য ১২৫বছরের পুরাতন বিদ্যালয়ের নেই কোন নির্বাচন তাই কোন কিছু না মেনেই অবাদে চলছে বিদ্যালয় পরিচালনা।
বালিহাদাহ গ্রামের সাবেক সেনা সদস্য রেজওয়ান মোল্লা জানান, প্রাচীন এই প্রতিষ্ঠানে দুরদুরান্তে অসংখ্য ছাত্রছাত্রী পড়াশোনা শেষ করে দেশ বিদেশের উচ্চ পর্যায়ের সরকারি চাকরি করছে । বর্তমানে এ প্রতিষ্ঠান ভুল পরিচালনা কমিটির হাতে পড়ে ধ্বংসের পথে। অচিরে প্রতিষ্ঠানে নির্বাচনের মাধ্যমে সুন্দর একটি কমিটি তিনি দাবী করেন।
সাবেক ম্যানেজিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও খলিশখালী ইউনিয়নের চেয়ারম্যান সাব্বির হোসেন জানান, প্রতিষ্ঠানটি অনেক পুরাতন ও ঐতিহাসিক ভাবে গুরুত্বপূর্ণ ।নির্বাচনের মাধ্যমে সঠিকভাবে দিকনির্দেশনা অনুযায়ী মেনে চললে আরও উন্নত এবং মানসম্মাত একটি জবাবদিহি প্রতিষ্ঠান হিসেবে পরিণত হত। এছাড়া প্রতিষ্ঠানটি সর্বস্তরের মানুষের কাছে সুনাম অর্জন করতে পারত ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আসমা খাতুন জানান, পাশাপাশি দুটি স্কুলের প্রতিষ্ঠান হওয়ায় ক্লাস সংকটের কারণে রুম ভাগাভাগি করতে হয় । এর জন্য আমাদের পাঠ্যক্রমে বিঘ্ন ঘটে । আমারা সেটা সময় পরিবর্তনের ম্যাধমে ঘাটতি পূরণ করি । বর্তমানে বিদ্যালয়ে একটি ভবন নির্মিন জরুরি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম জানান, নির্বাচন ছাড়া এভাবে একটি প্রতিষ্ঠান চলতে পারে না ।তিনি আরও বলেন ত্র্যাডহক কমিটির ৬মাসের মেয়াদের প্রায় শেষের দিকে । বর্তমানে প্রতিষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে নির্বাচনের মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠন করা দরকার ।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল ইসলাম জানান, কমিটির বিষয়টি আমাদের হাতে নেই। এ বিষয়ে আপনারা আমাদের উর্ধতন কতৃপক্ষেরর কাছে অভিযোগ করতে পারেন।
বিষয়টি নিয়ে তালা উপজেলা ম্যাধমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমানের কাছে জানতে চাইলে, যে প্রতিষ্ঠানেরর কথা বলেছেন সেই প্রতিষ্ঠানে কখনও ম্যানেজিং কমিটির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে আমার জানা নাই । তবে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে।
