হোম জাতীয় দাউ দাউ করে জলে ওঠা সাবস্টেশনের আগুন নিয়ন্ত্রণে

জাতীয় ডেস্ক :

চট্টগ্রামের বাকলিয়া বিদ্যুৎ সাবস্টেশনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (২৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে ওই সাবস্টেশনে ২৬ মেগা ওয়াটের নতুন পাওয়ার ট্রান্সফরমার চালু করলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে বাকলিয়া বিদ্যুৎ সাবস্টেশনে ২৬ মেগা ওয়াটের নতুন পাওয়ার ট্রান্সফরমার চালু করলে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তেই তা দাউ দাউ করে জলে ওঠে। এ সময় স্টেশনের কর্মকর্তারা আগুন নেভানোর পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ৪টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষের সিনিয়র কর্মকর্তা শহিদুল ইসলাম সময় নিউজকে আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, এ সাবস্টেশন থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন