হোম জাতীয় পদ্মা সেতুর টোলপ্লাজার ব্যারিয়ারে বাসের ধাক্কা

জাতীয় ডেস্ক :

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজার বুথের ব্যারিয়ারে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী বাস। এতে ওই বুথের ব্যারিয়ার বাঁকা হয়ে যায়।

মঙ্গলবার (২৮ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় যাত্রীবাহী ওই বাসসহ চালককে আটকে রাখে কর্তৃপক্ষ।

সেতু কর্তৃপক্ষ ওই ব্যারিয়ার পরিদর্শন শেষে পুলিশ ডেকে বাসের চালককে জিজ্ঞাসাবাদ করে এবং পরে তার ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির কাগজপত্র জব্দ করে তাদের ছেড়ে দেয় কর্তৃপক্ষ।

সেতুর জাজিরা প্রান্তের টোল ব্যবস্থাপক কামাল হোসেন সংবাদমাধ্যমকে জানান, সেতুর সবকিছুই স্বয়ংক্রিয়। টোলের স্লিপ প্রিন্ট না হওয়া পর্যন্ত খুলবে না ব্যারিয়ার।

তিনি আরও জানান, সকালের দিকে টোল প্লাজার তিন নম্বর বুথে আসে একটি যাত্রীবাহী বাস। টোলের টাকা দিয়ে রশিদ প্রিন্ট না হতেই দ্রুত গাড়ি চালিয়ে যান তিনি। ফলে ব্যারিয়ারে প্রচণ্ড ধাক্কা লাগে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, এমন খবর তিনি পেয়েছেন। লিখিত অভিযোগ না পাওয়ায় কোনো আইনি ব্যবস্থা নেওয়া যায়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন