হোম অন্যান্যসারাদেশ ঝিনাইদহের কালীগঞ্জে ঝড়ে উড়ে যাওয়া গরীবের ঘর ঠিক করে দিল সেনাবাহিনী (ভিডিও)

ঝিনাইদহের কালীগঞ্জে ঝড়ে উড়ে যাওয়া গরীবের ঘর ঠিক করে দিল সেনাবাহিনী (ভিডিও)

কর্তৃক
০ মন্তব্য 89 ভিউজ

ঝিনাইদহ অফিস :

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মহিষাহাটি গ্রামে ঝড়ে উড়ে যাওয়া ঘর ঠিক করে দিল বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের সদস্যরা। রোববার সকালে তারা বাড়ি মেরামত করে দেয়।

গৃহবধূ তানজিরা বেগম বলেন, আম্পান ঝড়ে আমাদের ঘরের টিন উড়ে যায়। ছোট এক ছেলে ও এক মেয়েকে নিয়ে একটি ঘরের মধ্যেই সবাই থাকি। তার স্বামী দিনমজুরের কাজ করে। টাকার অভাবে ঘর ঠিক করতে পারছিলেন না তারা। ঝড়ের পরের দিন ওই এলাকায় সেনাবাহিনীর সদস্যরা অন্য একটি কাজ করতে আসেন। সেখানে তার স্বামী গিয়ে নিজেদের ঘরের কথা বলেন। এরপর রোববার তাদের ঘর নতুন টিন ও বাঁশ দিয়ে তৈরি করে দেয় আর্মিরা।

ঘর তৈরিতে দায়িত্বপ্রাপ্ত যশোর ৫৫ পদাতিক ডিভিশনের ২নং ইস্ট বেঙ্গলের মেজর তাহসিন সালেহীন বলেন, দেশের যেকোন সংকটে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে। ঘূর্ণিঝড় আম্পানে ঝিনাইদহ জেলায় ক্ষতিগ্রস্থ প্রায় ৫০ জন গরীব মানুষের ঘর ইতিমধ্যে মেরামত সেনাবাহিনীর পক্ষ থেকে করা হয়েছে। তারই ধারাবাহিকতায় রোববার কালীগঞ্জ উপজেলার মহিষাহাটি গ্রামের এই গরীব দিনমজুরের ঘরটি সেনাবাহিনীর পক্ষ থেকে মেরামত করে দেওয়া হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন