হোম জাতীয় ফ্রেমে বাঁধা ছবিতে রিফাতকে খোঁজেন অসুস্থ মা

জাতীয় ডেস্ক :

বরগুনায় কিশোর গ্যাং বণ্ড বাহিনীর নৃশংস হামলায় তিন বছর আগে ছবি হয়ে গেছেন বরগুনার শাহনেওয়াজ রিফাত শরীফ। সেই ছবির মধ্যেই একমাত্র ছেলেকে খুঁজে বেড়ান রিফাতে অসুস্থ মা ডেইজি আক্তার। ছেলের শোকে অসুস্থ হয়ে পড়েছেন বাবা দুলাল শরীফও।

এ ছাড়াও দণ্ডিত আসামিরা জামিনে মুক্তি পাওয়ায় ক্ষুব্ধ তারা। তাই দ্রুত বিচার শেষে আসামিদের রায় বাস্তবায়নের দাবি রিফাতের পরিবারসহ এলাকাবাসীর।

জানা গেছে, বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলার আপিল উচ্চ আদালতে ঝুলে আছে দেড় বছর। এতে হতাশ নিহত রিফাতের পরিবার। দ্রুত বিচার শেষে রায় বাস্তবায়নের দাবি স্বজন ও এলাকাবাসীর।

সোমবার (২৭ জুন) নিহত রিফাতের বাবা দুলাল শরীফ বলেন, সরকারের প্রতি আমার আকুল আবেদন; যেন অতি শিগগিরই যেন রায় কার্যকর করা হয়।

নিহত রিফাতের মা ডেইজি আক্তার বলেন, ছেলে রিফাত হত্যার বিচার যেন দ্রুত কার্যকারী হয়। আমি ছেলে হত্যার বিচার দেখে যেতে চাই।

বরগুনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম বলেন, সব আপিল শুনানির জন্য আছে। তবে ১৭ আসামির মধ্যে ৫ শিশু জামিনে রয়েছে।

২০২০ সালের ৩০ সেপ্টেম্বর নিহত রিফাতের স্ত্রীসহ ছয় আসামিকে ফাঁসির আদেশ দেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালত। এরপর ওই বছরের ২৭ অক্টোবর অপ্রাপ্তবয়স্ক ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন জেলা শিশু আদালত।

রায়ের পর দণ্ডিত সব আসামি উচ্চ আদালতে আপিল করে। এখন সেই আপিল শুনানির অপেক্ষায় আছে। এ ছাড়াও এ মামলায় দণ্ডিত ১৭ আসামির মধ্যে অপ্রাপ্তবয়স্ক ৫ আসামি জামিনে রয়েছে।

২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাং বণ্ড বাহিনী। হত্যাকাণ্ডের পর দুই জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় এ মামলার প্রধান আসামি নয়ন বণ্ড।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন