সুনামগঞ্জ প্রতিনিধি :
তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের যুবদলের কর্মী তোফাজ্জল হোসেন,কামাল হোসেন,ও নওশাদের যৌথ উদ্যোগে ২০০টি বন্যার্ত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাউল,ডাল,ও আলু, বিতরণ করা হয়েছে।
তাহিরপুর উপজেলা যুবদলের ৩ কর্মী মোঃ তোফাজ্জল হোসেন, কামাল হোসেন,ও নওশাদ মিয়া তারা বলেন, অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যার প্রকোপে সিলেট অঞ্চল প্লাবিত এবং বিগত ১৯৮৮ ও ২০০৪ সহ সকল বন্যাকে পেছনে ফেলে ২০২২ খ্রিঃ রেকর্ড স্থাপন করেছে।এতে ভয়াবহ বন্যা তাহিরপুরবাসী আগে দেখেনি এবং প্রায় ১০ দিন পানিবন্দী থেকে খাদ্যের অভাবে প্রতিকুল অবস্থায় পরিবার পরিজন নিয়ে সকল ক্ষয়-ক্ষতি উপেক্ষা করেও অনাহারে দিনানিপাত করছে হাজারো মানুষ।
এরই প্রেক্ষিতে ২৭ জুন (সোমবার) দিনব্যাপী বানিয়াগাঁও,বালিঘাটা,তেলিগাঁও এবং দুধের আউটা গ্ৰামে দল মত নির্বিশেষে আর্তমানবতার সেবায় নিজস্ব অর্থায়নে বন্যার্ত-বিপদগ্রস্ত মানুষজনকে সহায়তা স্বরূপ ২০০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্যাকেট বিতরণ করলাম। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল,চাউল,ডাল,ও আলু।
তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের যুবদলের ৩ কর্মী মোঃ তোফাজ্জল হোসেন,কামাল হোসেন, ও নওশাদ মিয়া,তারা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান -চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উন্নয়ন কর্মকান্ডকে সব সময় গুরুত্ব দিয়ে থাকি। তারা ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।