হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে সরকারি সড়কের উপর বালু রাখায় মোবাইল কোর্টে জরিমানা আদায়

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আশাশু‌নিতে সরকারি সড়কের উপর বালু রাখায় মোবাইল কোটে জরিমানা করা হয়েছে। আশাশুনি টু সাতক্ষীরা সড়কের ব্যস্ততম মেইন সড়ক দিয়ে প্রতিদিন শত শত যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ, মাইক্রো. প্রাইভেট, ইজিবাইক, মোটর সাইকেল, ইঞ্জিন ভ্যান, চার্জার ভ্যান, বাই সাইকেল চলাচল করে থাকে।

রোববার দুপুরে সড়কের দক্ষিণ চাপড়া বাসস্টান্ড সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসা মোড়ে সড়কের বড় অংশ জুড়ে প্রায়ই ট্রাক থেকে বালি, খোয়া ও ইট আনলোড করে রাখা হয়। পাকশী বালি ও সিলেকশান বালি সড়কের উপর রাখার কারনে দ্রুত যাবহনের চাপে বালি সড়ক জুড়ে ছড়িয়ে যায়। ফলে বালুর উপর যানবাহন বিশেষ করে দুই চাকা বিশিষ্ট মোটর সাইকেল রাতের আঁধারে ক্রসিং করতে গেলে বালুর স্তুপে উঠে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।

ইতোমধ্যে আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস.এম আহসান হাবিব, সম্পাদক এস.কে হাসান, বাংলা টিভির গোপাল কুমার মন্ডলসহ অসংখ্য ব্যক্তি দুর্ঘটনায় পড়ে হাতপা থ্যাথলানো ও ভেঙ্গে বিপদগ্রস্ত হয়ে পড়েছে। অনেক যানবাহনও ক্ষতিসাধিত হয়েছে। একই স্থানে বাঁশের ট্রাক রাখায় বুকে বাঁশের আগা বিধে এক দারোগার করুন মৃত্যু হয়েছে। বারবার সতর্ক করা হলেও ব্যক্তি স্বার্থে বালু, বাঁশের ট্রাক রাখা বা সড়কের উপর স্তুপ করা বন্ধ হয়নি।

রোববার এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু স্তুপকারী তালা উপজেলার তেতুলিয়া গ্রামের ঠিকাদার আব্দুল জব্বারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে সন্ধ্যার মধ্যে বালি অপসারণ করে নেওয়া এবং ভবিষ্যতে রাস্তার উপর বালি না রাখার শর্তে জরিমানা করে রেহাই দেওয়া হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন