আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :
আশাশুনিতে মাদক দ্রব্যের অপব্যবাহর ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস’২২ পালন করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম আজিজুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জি.এম মুজিবুর রহমান, মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক ইভা তরফদার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, আইসিটি প্রোগ্রামার আক্তার ফারুক। সভায় উপস্থিত ছিলেন, পিআইও সোহাগ খান, সহকারি মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সাবেক সম্পাদক সমীর রায়, সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
