স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেশবপুর পৌর শাখার দুই ওয়ার্ড বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন হাবাসপোল স্কুল মাঠে বিএনপি নেতা আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সর্ব সন্মতিক্রমে প্রবীণ বিএনপি নেতা আবুল হোসেন কে সভাপতি আজাহার আলীকে সাপধারণ সম্পাদক ও জাকির হোসেন বাবুকে সাংগঠণিক সম্পাদক করে ওয়ার্ড বিএনপির কমিটি গঠিত হয়। এর পর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন হাবাসপোল ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা এলাহী বক্সের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দু ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট জাফর সাদিক।
বিশেষ অতিথি ছিলেন যশোর নগর বিএনপির আহ্বায়ক মারুফুল ইসলাম, কেশবপুর থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুস সামাদ বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক আরাউদ্দিন আলা,শেখ শহীদুল ইসলাম.আব্দুল হালিম মোড়ল,আফজাল হোসেন বাবু, নুরুজ্জামান চৌধুরী, কুতুব উদ্দিন বিশ্বাস, আলমগীর কবীর, আব্দুল হালিম অটল ও জাকির হোসেন।
সম্মেলনে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নিবৃাচিত হন এরাহী বক্স , সাধারণ সম্পাদক আবুল কাশেম মোড়ল আব্দুল আলীমকে সাংগঠণিক সম্পাদল করে কমিটি গঠিত হয়েছে।