হোম জাতীয় সাংবাদিক নূরনবী সরকারের বিরুদ্ধে মামলা স্থগিত

জাতীয় ডেস্ক :

দেশের বেসরকারি টেলিভিশন যমুনা টিভির সাংবাদিক নূরনবী সরকারের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা স্থগিত করেছেন হাইকোর্ট।

এ মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে সোমবার (২০ জুন) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রুল দিয়ে ৬ মাসের জন্য স্থগিত করেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান।

টিভিতে একটি সংবাদ প্রচারের জের ধরে মামলাটি করেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি। এ মামলায় গত ২১ মার্চ অভিযোগ গঠন করেন ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন নূরনবী সরকার। এখন মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে আছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন