জাতীয় ডেস্ক :
যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সাইফুল আলম নিরবসহ দুইজনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২০ জুন) বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এক আবেদনের ওপর এ আগাম জামিন দেন।
এদিন আবেদনকারীদের পক্ষে ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ৩য় বারের মতো নির্বাচিত সম্পাদক ও বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। আর তাকে সহায়তা করেন এডভোকেট নুরে আলম সিদ্দিকী (সোহাগ)।
উল্লেখ্য, গত ২০ মে কাফরুল থানাধীন পূর্ব শেওড়াপাড়া এলাকায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় কাফরুল থানা পুলিশ গত ২১ মে কাফরুল থানায় ১৮ নেতাকর্মীর নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত ১৫০ থেকে ১৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে।
ওই মামলায় আজ শুনানি শেষে আদালত আসামিদের ৬ সপ্তাহের জন্য আগাম জামিন ও ঢাকা মহানগর দায়রা আদালতে আত্মসমর্পণের আদেশ দেন।