হোম ফিচার আবারও একসঙ্গে নুসরাত-অপূর্ব

বিনোদন ডেস্ক :

নুসরাত ফারিয়া ঢালিউডের সিনেমার পাশাপাশি নিয়মিত অভিনয় করছেন টালিউডের সিনেমাতেও। তবে তার ক্যারিয়ারের শুরুটা হয়েছিল টেলিভিশনের মধ্য দিয়ে। অন্যদিকে জিয়াউল ফারুক অপূর্ব ছোটপর্দার জনপ্রিয় তারকা। সারাবছরই ব্যস্ত থাকেন নাটক-টেলিফিল্মের কাজে।

বছর দেড়েক আগে এক সঙ্গে জুটি বেঁধে ‘যদি কিন্তু তবুও’ ওয়েব ফিল্মে কাজ করেছিলেন অপূর্ব ও ফারিয়া। দুই ভুবনের দুই তারকা আবার একসঙ্গে কাজ করছেন একটি ফিচার ফিল্মে। নাম ‘আইকনম্যান’। ফিল্মটি নির্মাণ করছেন সঞ্জয় সমদ্দার।

এতে অপূর্বকে দেখা যাবে ফাহাদ বেগ নামের একজন মোটিভেশনাল স্পিকারের ভূমিকায়। অন্যদিকে ফারিয়া অভিনয় করছেন নোভা চরিত্রে। বিশেষ এ সিনেমার দৈর্ঘ্য ৭৫ মিনিট।

নির্মাতা সঞ্জয় সমদ্দার সময় সংবাদকে বলেছেন, সমাজের অসঙ্গতি, প্রতিযোগিতা ও প্রতিশোধের গল্পে নির্মিত হচ্ছে ‘আইকনম্যান’। এখানে অনেক গল্পকে একসঙ্গে আনার চেষ্টা করেছি। গত শনিবার থেকে শুরু হয়েছে শুটিং। আবহাওয়া ঠিক থগাকলে ২৩/২৪ তারিখের মধ্যেই শেষ হবে শুটিং।

টেলিভিশন ফিচার ফিল্মটির চিত্রনাট্য লিখেছেন ইশতিয়াক অয়ন। ঈদুল আজহায় বেসরকারি একটি টেলিভিশনে প্রচার হবে ফিচার ফিল্মটি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন