ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ বলেন পদ্মা সেতু আমাদের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনীতিতে উন্নয়ন ঘটাবে। এতদাঞ্চলের মানুষ তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে। এলাকায় নতুন করে শিল্প-কারখানা গড়ে উঠবে। সেগুলোতে মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সবমিলিয়ে এটি দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
সেতুটি চালু হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। এই সেতুর জন্য ভাগ্য খুলবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর।
পদ্মা সেতুর মাধ্যমে অত্র অঞ্চলের ব্যবসা-বাণিজ্য বিস্তার লাভ করবে। বিনিয়োগ বাড়বে। কৃষকরাও উপকৃত হবেন। তাদের উৎপাদিত পণ্য সরাসরি ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে পাঠাতে পারবেন। এতে পণ্যের ভালো দাম পাবে তারা।
এই সেতুর ফলে ব্যবসা-বাণিজ্যের উন্নতির পাশাপাশি দক্ষিণা লের মানুষের জীবনযাত্রার মানও বদলাবে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন হবে। পদ্মা সেতুর কারণে দক্ষিণ-পশ্চিমা লের অর্থনীতির চাকা ঘুরে যাবে দ্রত বেগে। বাড়বে জীবনযাত্রার মান ও কর্মসংস্থান।
সকল ষড়যন্ত্র রুখে পদ্মার বুকে এখন দৃশ্যমান সেতু। চলতি মাসের ২৫ জুন বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন। ওইদিন এ দেশের মানুষের বহু কাঙ্খিত পদ্মা সেতুর উদ্বোধন হতে যাচ্ছে।
সেতুর মাধ্যমে খুলনা বিভাগের জেলাগুলোর সঙ্গে রাজধানী ঢাকার দূরত্ব গড়ে ২ থেকে ৪ ঘণ্টা কমে আসবে। ফলে কৃষিনির্ভর এই অঞ্চলের মানুষের সার্বিক জীবনমানের উন্নয়ন ঘটবে, বদলে যাবে চিরাচরিত জীবনধারা। ব্যবসায়-বাণিজ্যের প্রসার ঘটার পাশাপাশি এখানকার জমির মূল্য কয়েকগুণ বৃদ্ধি পাবে, যার সুফল ভোগ করবে অত্র অ লের সাধারণ মানুষ।