হোম আন্তর্জাতিক অগ্নিপথ: বিক্ষোভের মুখে ভারতজুড়ে নিরাপত্তা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক :

‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে চলমান বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে ভারতজুড়ে সব রেল স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সহিংসতাকারীদের সেনাবাহিনীতে কোনো জায়গা হবে না বলে হুঁশিয়ার দিয়েছেন ভারতের সেনাপ্রধান। এদিকে, অগ্নিসংযোগের মুখে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছে বিহার সরকার। আর বিজেপি সরকারের নতুন এ প্রকল্পের সমালোচনা করছে বিরোধী দলগুলো।

সেনাবাহিনীতে নতুন নিয়োগ প্রক্রিয়ার প্রতিবাদে আগুন জ্বলছে ভারতজুড়ে। এরই মধ্যে সহিংসতা ঠেকাতে সরকার থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া হলেও কমেনি বিক্ষোভ। শনিবারও (১৮ জুন) বেশ কয়েকটি ট্রেনে ভাঙচুর চালান আন্দোলনকারীরা।

বিক্ষোভ অব্যাহত থাকায় এক দিনে দেশজুড়ে ৩৫০টি ট্রেনসূচি বাতিল করা হয়েছে। সহিংসতা না কমায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছে বিহার সরকার। এতে বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী।

যুবসমাজের অসন্তোষ কমাতে বিভিন্ন ক্ষেত্রে চাকরির ব্যবস্থা করার কথা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে বিক্ষোভকারী যুবকদের ভবিষ্যতে চাকরি পেতে অসুবিধায় পড়তে হতে পারে বলে সতর্ক করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

দেশটির সেনা ও বিমানবাহিনী প্রধানও বিক্ষোভকারীদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন। অগ্নিসংযোগকারীদের ভারতীয় সেনাবাহিনীতে কোনো জায়গা নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান। আর হিংসাত্মক কার্যকলাপের নিন্দা জানিয়ে আন্দোলনকারীরা ছাড়পত্র না-ও পেতে পারেন বলে মন্তব্য করেছেন বিমানবাহিনী প্রধান।

এদিকে, দেশের যুবসমাজের দাবি ন্যায্য বলে মন্তব্য করেছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। একই সঙ্গে সবাইকে সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

আগে সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক ১৭ বছরের জন্য নিয়োগ দেয়া হতো। কিন্তু অগ্নিপথ প্রকল্পে মাত্র চার বছর চাকরির সুযোগ থাকায়, মেয়াদ শেষে তারা কোথায় যাবে–সেটিই বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। সরকারের এমন সিদ্ধান্তই ভারতের যুবসমাজে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন