খেলাধূলা ডেস্ক :
ওয়েস্ট ইন্ডিজে কঠিন পরীক্ষার মুখে পড়েছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে একের পর এক উইকেট হারাচ্ছে সাকিব আল হাসান বাহিনী। অর্ধ শত রান তোলার আগেই ছয় উইকেট নেই টাইগারদের।
অ্যান্টিগায় ১ রান তুলতেই মাহমুদুল হাসান জয়ের উইকেট হারায় টাইগাররা। জয় কেমার রোচের বলে গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে ফেরেন। তামিম ইকবালকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ওয়ানডাউনে খেলতে নামা নাজমুল হোসেন শান্তও। ৫ বল খেলেও কোনো রান তুলতে পারেননি তিনি। কেমার রোচের বলে সরাসরি বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি।
ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছেন না মুমিনুল হক। ফর্মে ফেরার জন্য অধিনায়কত্বও ছেড়েছিলেন তিনি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসেও শূন্য রানে আউট হয়েছেন সাবেক এ ক্যাপ্টেন। এ নিয়ে সবশেষ দশ ইনিংসের চারটিতেই ডাক মেরেছেন তিনি। দশ ইনিংসে তার সংগ্রহ দাঁড়াল ৬১।
বাংলাদেশ যখন একের পর এক উইকেট হারাচ্ছিল তখন আশা দেখাচ্ছিলেন তামিম ইকবাল। তিনিও বিদায় নেন ৪৩ বলে ২৯ রান করে। তার পরপর লিটন দাসও ১২ রানে কাইলে মায়ার্সের শিকারে পরিণত হন। নুরুল হাসান সোহান আউট হন গোল্ডেন ডাকে।
৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ এখন ৪৭। ২ রান নিয়ে সাকিব ও শূন্য রান নিয়ে মিরাজ ব্যাট করছেন।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান, লিটন দাস, নুরুল হাসান সোহান, মিরাজ, এবাদত হোসেন, খালেদ আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রেগ ব্রাথওয়েট, জন ক্যাম্পবেল, এনক্রোমাহ বোনার, কাইলে মায়ার্স, জারমেইন ব্লাকউড, জশুয়া ডা সিলভা, রেইমন রেইফার, আলজারি জোসেফ, গুদাকেশ মতি, কেমার রোচ ও জায়দেন সিলস।