বাণিজ্য ডেস্ক :
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিনকে অর্থ বিভাগের সিনিয়র সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, ফাতিমা ইয়াসমিনকে অর্থসচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো। আগামী ১১ জুলাই থেকে অর্থসচিব হিসেবে তার নিয়োগ কার্যকর হবে।
তিনি বিসিএস প্রশাসনের নবম ব্যাচের কর্মকর্তা।
ফাতিমা ইয়াসমিন দেশের প্রথম নারী অর্থসচিব হচ্ছেন। দেশের প্রথম নারী ইআরডি সচিবও তিনি। এর আগে অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদারকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেয়া হয়।