হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন চেয়ারম্যান এবিএম মোস্তাকিম

আশাশুনিতে নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন চেয়ারম্যান এবিএম মোস্তাকিম

কর্তৃক
০ মন্তব্য 128 ভিউজ

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। শনিবার থেকে তিনি ঐ সকল এলাকা পরিদর্শন করেন। নদী ভাঙ্গন কবলিত আশাশুনি সদর ইউনিয়নের দয়ারঘাট, জেলেখালি,মানিকখালি, বলাবাড়িয়া ও আনুলিয়া ইউনিয়নের একসরা, বিছোটসহ দুইটি ওয়ার্ড, প্রতাপনগর ইউনিয়নের ৮ টি ওয়ার্ড। উক্ত নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনকালে এবিএম মোস্তাকিম বলেন আশাশুনি সদর ইউনিয়নের ৯টি স্থানে, আনুলিয়া ইউনিয়নের ৫টি স্থানে শ্রীউলা ইউনিয়নের দুইটি স্থানে এবং প্রতাপনগর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের সকল বাঁধ ভেঙে সম্পূর্ণ ইউনিয়ন পানির উপরে ভাসছে। তিনি আরও বলেন ঘূর্ণিঝড় আম্পানের তান্ডবে ঘরবাডড়ি ভেঙে যাওয়ার মানুষ যেমন গৃহহারা হয়েছে ঠিক তেমনি অপরদিকে এই সকল বাঁধ ভাঙ্গার কারণে মৎস্য ঘের প্লাবিত হয়েছে। মৎস্য ঘের প্লাবিত হওয়ায় চিংড়িমাছ নির্ভরশীল এলাকার মানুষ শত শত কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে। ফসল গবাদি পশুর ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার। এখন পর্যন্ত নদী ভাঙ্গন কবলিত যেসকল ওয়াপদা বেড়িবাঁধ আটকানো সম্ভব হয়নি সেগুলো যদি দ্রুত আটকানো না যায় তাহলে ঘরবাড়িসহ যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হবে তাহা আগামী ২০ বছরে কাটিয়ে ওঠা সম্ভব হবে না। নদী ভাঙ্গন কবলিত ওয়াপদা বাঁধ দ্রুত মেরামতের জন্য তিনি সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক, জেলা প্রশাসক,ওয়াপদা কর্তৃপক্ষ এবং সর্বোপরি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি নদী ভাঙ্গন কবলিত বাঁধ মেরামত ও ভাঙ্গনকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলকে আহ্বান জানিয়েছেন।এসময় আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু দপ্তর সম্পাদক জগদিশ সানা উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন