হোম অন্যান্যসারাদেশ কিশোরগঞ্জে শিক্ষীকাদের লাঞ্ছিত করার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ!

মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ :

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে ঢুকে ছাত্রীদের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়ি ফেরার সময় পথ আটকে বিদ্যালয়ের ৪ শিক্ষিকার উপর হামলা করেছে বখাটেরা।

এ ঘটনার বিচার দাবিতে সোমবার (১৩ জুন) ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী।

জানা যায়, রোববার (১২ জুন) দুপুরে বিদ্যালয়ে পরীক্ষা চলার সময় শ্রেণিকক্ষে ঢুকে দুই ছাত্রীর ছবি তোলার চেষ্টা করে একাধিক যুবক। এ সময় বিদ্যালয়ের শিক্ষিকা শাহনাজ পারভীন প্রতিবাদ করে ছেলেদের স্কুল থেকে বের করে দেয়।

স্কুল ছুটির পর বিকেলে অটোরিকশা দিয়ে বিদ্যালয়ের চার শিক্ষিকা শাহনাজ পারভীন, শাহনাজ পারভীন-২, লাভলী রাণী পাল ও তানিয়া ছিদ্দিকী বাড়ি ফেরার পথে স্থানীয় দেওয়ানগঞ্জ বাজারের কাছে দুই যুবক অটোরিকশা আটকে ৪ শিক্ষিকাকে লাঞ্ছিত করে। এক পর্যায়ে তারা শিক্ষিকাদের গায়ে ময়লা নিক্ষেপ করে দৌড়ে পালিয়ে যায়।

ঘটনার প্রতিবাদে সোমবার (১৩ জুন) সকাল ১১টা থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা বন্ধ রেখে স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল বের করে। তারা এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ব্যাপারে করিমগঞ্জ থানার ওসি মো. শামছুল আলম সিদ্দিকী জানান, অভিযোগ পেলে মামলা রুজু করা হবে। এছাড়া অপরাধীদের ধরতে অভিযান চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন