হোম অন্যান্যসারাদেশ ফকিরহাট বাহিরদিয়া স্কুলের এসএমসির নির্বাচন সম্পন্ন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে বিপুল উৎসাহ, উদ্দিপনার মধ্য দিয়ে সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে ঐতিহ্যবাহী বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।

রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অত্র বিরামহীনভাবে অভিভাবকদের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। পরে গননা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস ভোটের ফলাফল ঘোষনা করেন।

নির্বাচনে ৬জন সদস্য প্রার্থী হিসেবে প্রতিদন্ধীতা করেন। এরমধ্যে ৪জন নির্বাটিত হয়েছেন। যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন মো. জাহাঙ্গীর হোসেন, মো. রফিকুল ইসলাম, আশরাফ আলী সরদার ও মো. মনিরুল ইসলাম মোড়ল।

নির্বাচন পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস। নির্বাটন চালাকালীন সময়ে আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আছাদুজ্জামান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ শেখ, সহ জেলা শিক্ষা অফিসের প্রতিনিধি সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন