জাতীয় ডেস্ক :
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান বলেছেন, আগামী নির্বাচন হবে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে স্বাধীনতার পক্ষের নির্বাচন।
তিনি বলেন, ‘উন্নয়নের ধারা এগিয়ে নিতে আগামী নির্বাচনের নৌকায় ভোট দিতে হবে। বিএনপি-জামায়াতের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
মঙ্গলবার (৭ জুন) বিকেলে মানিকগঞ্জের দৌলতপুর সরকারি পি.এস উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কর্নেল ফারুক খান।
এ সময় তিনি বলেন, বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকাকালে দুর্নীতিতে দুইবার চ্যাম্পিয়ন হয়েছিল। মুক্তিযোদ্ধাদের যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ও একটি দেশ পেয়েছি। বঙ্গবন্ধু স্বপ্ন ছিল এলাকার উন্নয়ন। এলাকার উন্নয়ন হলে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশে পরিণত হবে। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে হলে গ্রাম হবে শহর। শহরের যত উন্নয়ন গ্রামে পৌঁছে দিতে বঙ্গবন্ধুকন্যা সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ, রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, স্কুল-কলেজের ভবনসহ ব্যাপক উন্নয়ন করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এগিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগ শক্তিশালী হলে আগামী নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে। নৌকার প্রার্থী বিজয় হলে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানাতে হবে। সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলের ও নৌকার পক্ষে কাজ করতে হবে।
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আযম এমপি, কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সাহাবুদ্দিন ফরাজী, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম প্রমুখ।