জাতীয় ডেস্ক :
যশোরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম আশিকুর রহমান অপু (২৭) নামে এক যুবক মারা গেছেন। যশোর পুলিশের মুখপাত্র গোয়েন্দা পুলিশের পরিদর্শক রুপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত অপু শহরের খালধার রোড এলাকার হাবিবুর রহমান হবির ছেলে।
পুলিশ জানায়, হত্যা মামলার আসামি আশিকুর রহমান অপুকে গতকাল মঙ্গলবার সকাল ৬টার দিকে যশোর শহরের খালধার রোড আমিনিয়া মাদ্রাসা মোড় এলাকায় প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের চিকিৎসক তানভীর আহমেদ বলেন, অপুর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা অথবা ঢাকায় নিয়ে যেতে পরামর্শ দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে অপু মারা যান।
স্থানীয়রা জানায়, বছর দুই আগের এই দিনে শহরের বড় বাজার এলাকায় (মাছ বাজার) পাপ্পু নামে এক সন্ত্রাসীকে অপু হত্যা করেছিল বলে অভিযোগ রয়েছে। সেই হত্যার প্রতিশোধ নিতে মঙ্গলবার সকালে একই এলাকার কয়েক যুবক তাকে কুপিয়ে এবং গলা কেটে দেয়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান বলেন, জড়িতদের শনাক্ত ও আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।