হোম জাতীয় হামলা-মামলা বন্ধ না হলে লাগাতার অবরোধের আল্টিমেটাম বিএনপির

জাতীয় ডেস্ক :

ওয়াদুদ ভূঁইয়াকে হত্যাচেষ্টার প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির সমাবেশ হয়েছে। হামলা-মামলাসহ আওয়ামী লীগের তাণ্ডবলীলা বন্ধ না হলে মঙ্গলবার (০৭ জুন) থেকে খাগড়াছড়িতে ডাকা ২৪ ঘণ্টার সড়ক অবরোধ লাগাতার করার আল্টিমেটাম দিয়েছে বিএনপি।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়াকে হত্যার উদ্দেশে তার বাসভবনে আওয়ামী লীগের হামলা, বাড়ি, গাড়ি ভাঙচুর, নেতাকর্মীদের মোটরসাইকেল ভাঙচুর-অগ্নিসংযোগ, নেতাকর্মীসহ শহরের নিরীহ ব্যবসায়ীদের দোকানে হামলা ও লুটপাটের ঘটনায় মামলা গ্রহণ করা হচ্ছে না। উল্টো আওয়ামী লীগের মিথ্যা মামলা গ্রহণ করা হয়। এর প্রতিবাদে সোমবার (০৬ জুন) দুপুরে খাগড়াছড়িতে আয়োজিত সমাবেশ থেকে এমন হুমকি দেন বিএনপির নেতারা।

শহরের মিল্লাত চত্বর সড়কে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন- খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া, সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, যুগ্মসাধারণ মোশাররফ হোসেন ও অনিমেষ চাকমা রিংকু।

সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার খাগড়াছড়িতে মঙ্গলবার (৭ জুন) সকাল ৬টা থেকে বুধবার (৮ জুন) ভোর ৬টা পর্যন্ত ডাকা ২৪ ঘণ্টা সড়ক অবরোধ সফল করার আহবান জানিয়ে বলেন, আওয়ামী লীগ হামলা করে উল্টো বিএনপির নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে। অথচ বিএনপির মামলা পুলিশ নেয়নি। কাজে এখন থেকে যেখানে বাধা আসবে সেখানে প্রতিহত করা হবে।

এর আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা সমাবেশে জড়ো হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন