হোম আন্তর্জাতিক বিদ্যুৎ সংকট কাটিয়ে উঠতে শাহবাজ শরিফের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানে চলছে তীব্র বিদ্যুৎ সংকট। এতে দেশটি অচল হয়ে পড়েছে। জনজীবনে নেমে এসেছে অস্থিরতা। এ অবস্থায় লোডশেডিং কমিয়ে আনার পরিকল্পনা করতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জরুরি পরিকল্পনা তৈরি করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

রোববার (৫ জুন) দিল্লিভিত্তিক সংবাদমাধ্যম এনডিটিভি এমন খবর দিয়েছে। লোডশেডিংয়ে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে জনজীবন অস্বাভাবিক হয়ে পড়েছে। বিশেষ করে ব্যবসায়ীদের বড় সমস্যায় ফেলে দিয়েছে লোডশেডিং।

কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ও শীর্ষ কর্মকর্তাদের নিয়ে শনিবার পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন শাহবাজ শরিফ। এতে পুরো পরিস্থিতি পর্যালোচনা করা হয়। গার্হস্থ্য ও বাণিজ্যিক ভোক্তাদের বিদ্যুৎ সরবরাহের সমস্যা নিয়ে শাহবাজ শরিফকে ব্রিফ করা হয়েছে।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব বলেন, জ্বালানি, পেট্রোলিয়াম ও অর্থমন্ত্রীকে নিয়ে একটি কমিটি গঠন করে তাদের কর্মযোগ্য পরিকল্পনা গ্রহণ করতে বলা হয়েছে। অঙ্গীকার ব্যক্ত করে শাহবাজ শরিফ বলেন, ধীরে ধীরে লোডশেডিং কমিয়ে আনতে একটি পরিকল্পনা কার্যকর করা হবে।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ৩৬৫ দিনের সূর্যের আলো কাজে লাগাতে হবে। মার্কেট ও দোকান দিনের বেলায় খোলা রাখতে হবে।

করাচি বাদ দিয়ে ব্যবসায়ের সময় নির্ধারণ করা গেলে পাকিস্তানের সাড়ে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ বাঁচানো সম্ভব হবে। খাজা আসিফ বলেন, সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি মেটাতে কঠিন সিদ্ধান্ত নিতে হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন