জাতীয় ডেস্ক :
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোয় বিস্ফোরণের ঘটনায় আহতদের চিকিৎসা দিতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনের নেতৃত্বে ৫০ জনের একটি চিকিৎসক দল চট্টগ্রাম যাচ্ছে।
সোমবার (৬ জুন) চিকিৎসক দলটি চট্টগ্রামে যাবে। রোববার (৫ জুন) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডা. সামন্ত লাল সেন।
তিনি বলেন, ‘চট্টগ্রামের চিকিৎসকরা আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। আমিও তাদের সঙ্গে যোগাযোগ রাখছি।’
চট্টগ্রামে চিকিৎসা দেয়ার মতো সক্ষমতা আছে কি না–এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রাথমিক ট্রিটমেন্ট দেয়ার মতো যথেষ্ট সক্ষমতা তাদের আছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরও চিকিৎসক আহতদের চিকিৎসায় যুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, তিনি আমাকে সব ধরনের নির্দেশনা দিয়েছেন।’
এদিকে, রোববার দুপুরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে গিয়ে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বার্ন ইনস্টিটিউট থেকে একদল চিকিৎসক আগামীকাল চট্টগ্রাম মেডিকেলে যাবেন।