হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে গাজাসহ মাদক কারবারী আটক

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে গাজাসহ মো. আব্দুল্লাহ মোল্লা (২৩) নামে এক মাদক কারবারীকে আটক করেছে মডেল থানা পুলিশ। শনিবার (৪জুন) দুপুর ১২টার দিকে আট্টাকী এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদ আট্টাকাী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. দেলোয়ার মোল্লার ছেলে মো. আব্দুল্লাহ মোল্লাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৪৫ গ্রাম গাজা উদ্ধার করেছে।

ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ মু. আলীমুজ্জামান বলেন, আটককৃত মাদক কারবারী মো. আব্দুল্লাহ মোল্লার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন