হোম অন্যান্যসারাদেশ জামাতার টাকা হাতিয়ে নিল বউ-শাশুড়ি মিলে

নিজস্ব প্রতিনিধি :

পাটকেলঘাটার বউ শাশুড়ির বিরুদ্ধে জামাতার চারলক্ষাধিক টাকা অত্মসাৎতের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী জামাতা জালাল উদ্দীন থানায় অভিযোগ করেছে বলে জানা গেছে। অভিযোগ সুত্রে জানা যায়, খোর্দ গ্রামের নাসির উদ্দীন খানের ছেলে জামাল উদ্দিনের সঙ্গে জালালের সাথে ছোট কাশিপুর গ্রামের ওমর শেখের মেয়ে প্রিয়া খাতুন ওরফে তিশার সঙ্গে ৪মাস পুর্বে বিয়ে হয়।

কিছুদিন যেতে না যেতে বউ শাশুড়ি মিলে ২লক্ষ ৯৫ হাজার নগদ টাকাসহ প্রায় দেড় লক্ষটাকার স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে ৪দিন ধরে আত্মগোপনে রয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর ।

সরজমিনে গেলে ভুক্তভোগী জানান, বিয়ের পরে জানতে পারেন তার স্ত্রী তিশার অন‍্য কারো সাথে প্রেমের সম্পর্ক রয়েছে। ঘটনাটি জানার পর শাশুড়ী হামিদা ও বউ তিশা মিলে নানা অজুহাতে আমার কাছ টাকা নেওয়া ফন্দি শুরু করে। একপর্যায়ে গত ২৮মে শাশুড়ির আমার বাড়িতে এসে বাস্কের ভিতর থেকে নগদ টাকা সহ স্বর্ণাললঙ্কার নিয়ে পালিয়ে যায় তারা। পরবর্তীতে আমি বহু খোজাখুজির পর না পেয়ে পাটকেলঘাটা থানায় একটি অভিযোগ করি।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার উপ পরিদর্শক শাহিন সালাউদ্দীন জানান, অভিযোগ পাওয়া মাত্র ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে অভিযুক্ত মা মেয়েও ভাই আত্মগোপনে রয়েছে বলে তাদের আটক করা সম্ভব হয়নি।

বিষয়টি নিয়ে অভিযুক্ত তিশার ম তাঁর মা হামিদা বেগমের সাথে কথা বলার জন্য মুঠোফোনে যোগাযোগ করলে সংযোগটি বন্ধ পাওয়া যায়।

Attachments area

সম্পর্কিত পোস্ট

মতামত দিন