হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় ঢাকাগামী হানিফ পরিবহনে ফেনসিডিল সহ ড্রাইভার ও হেলপার আটক

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়া থানা পুলিশ ঢাকাগামী পরিবহনে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ী গাড়িক চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার(২ জুন) রাত সাড়ে ৯ টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহন ( ঢাকা মেট্রো ব-১৪-৭০৭২) কে উপজেলা মোড়ে গতিরোধ করে ( থামিয়ে) তল্লাশি করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীন মৃধার নেতৃত্বে পুলিশ কর্মকর্তাদের তল্লাশিকালে গাড়ির গোপনস্থানে রাখা একটি ব্যাগ থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ফেনসিডিল বহনে সম্পৃক্ততা থাকায় পরিবহনের ড্রাইভার কোরবান আলী(৪৫) ও হেলপার খায়রুল ইসলামকে (২২) আটক করা হয়। তবে এ ঘটনায় যাত্রীবাহি হানিফ পরিবহনকে জব্দ করা হয়নি বলে জানা যায়। থানার সহকারী পুলিশ পরিদর্শক(এসআই) মাসুদ রানা বাদি হয়ে এ ব্যাপারে কলারোয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন