হোম অন্যান্যসারাদেশ কমলমতি শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার রাস্তাটি মেরামত করলেন চেয়ারম্যান আলী হায়দার

সুনামগঞ্জ প্রতিনিধি :

তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ১কিলোমিটার রাস্তাটি ব্যক্তিগত টাকায় মেরামত করে দিলেন শ্রীপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আলী হায়দার।

স্হানীয় মানুষের একটাই দাবি এবং তারা বলেন ইউনিয়নের অন্যান্য রাস্তাঘাটের উন্নয়ন হলেও এখনো উন্নয়ন হয়নি ৭ নং ওয়ার্ডের খালা শ্রীপুর ও কুড়ের পাড়া এই দুই গ্ৰামের যাতায়াতের রাস্তাটির। গ্রাম থেকে বাজারে যাওয়ার একমাত্র রাস্তা এটি। এই রাস্তা দিয়ে প্রতিদিন শতশত স্কুল পড়ুয়া কমলমতি ছাত্রছাত্রী যাতায়াত করে। এই রাস্তাটি নিয়ে বিপাকে পড়েছিলো স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। রাস্তাটি গ্রীষ্মকাল ও বর্ষাকালে সামান্য বৃষ্টি হলেই এক হাঁটু কাদা জমে। তখন যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাচলও বিপজ্জনক হয়ে পড়ে। যা প্রতিনিয়ত সৃষ্টি করছে জনদুর্ভোগের। রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় ২/৩শত মানুষ যাতায়াত করে।

কুড়ের পাড় গ্ৰামের রাস্তাটি অকাল বন্যায় পানিতে তলিয়ে যাওয়ায়! চেয়ারম্যান মোঃ আলী হায়দার এর নজরে আসে তিনি বলেন, এই দুই গ্রামের কমলমতি শিক্ষার্থীদের দু:খ দুর্দশা, কষ্ট দেখে ও দুর্ভোগের কথা চিন্তা করে আমার ব্যক্তিগত উদ্যোগে যতটুকু সম্ভব মেরামত করে দিয়েছি। এবং আমি যেন জনগণের পাশে থেকে উন্নয়ন করতে পারি সেই জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

স্থানীয় বাসিন্দারা বলেন আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আলী হায়দার উনি নিজ উদ্যোগে বাজারে যাওয়া,ও কমলমতি শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার রাস্তা টি মেরামত করে দিয়েছেন আমরা তার এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানাই। উল্লেখ্য,এ রাস্তাটি দিয়ে বাজার মুখি মানুষ আসা যাওয়া করে। রাস্তাটি দিয়ে ওই এলাকার ছাত্র-ছাত্রীদের যাতায়াতের একমাত্র পথ। গ্রীষ্মকাল এবং বর্ষাকালে শিক্ষার্থীদের কষ্টে সীমা থাকে না। এ রাস্তায় চলাচলের বাঁধা একটাই এর বেহাল দশা। রাস্তাটি পাকা হলে এই দুই গ্ৰামের মানুষের কষ্ট দূর হবে।

তাই এলাকার মানুষের দিকে তাকিয়ে রাস্তাটি পাকা করার উদ্যোগ গ্রহণের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন