হোম অন্যান্যসারাদেশ তিনটি প্রাইভেট কারসহ ছয় পাচারকারী আটক, যশোরে সাড়ে ১৩ কোটি টাকার সোনা উদ্ধার

অনলাইন ডেস্ক :

যশোরের মাগুরা-সড়কের বাহাদুরপুর থেকে তিনটি প্রাইভেটকার থেকে সাড়ে ১৩ কোটি টাকা মূল্যের ১৫ কেজি ৮শ’ গ্রাম ওজনের ১৩৫ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। এ সময় ছয় জনকে আটক করা হয়।

আটককৃতরা হলো, বেনাপোলে দুর্গাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে জাহিদুল ইসলাম, পুটখালী গ্রামের আতিয়ার রহমানের ছেলে নাজমুল হোসেন, চাঁদপুর জেলার গাগুড়িয়া গ্রামের রশিদ মিয়াজীর ছেলে আরিফ মিয়াজী, কুমিল্লার নৈয়ার গ্রামের সিরাজুল বেপারীর ছেলে শাহজালাল, মাদারীপুর জেলার বলশা গ্রামের কামাল হোসেনের ছেলে আবু হায়াত জনি ও নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার মিঝমিঝি গ্রামের মতিউল­াহ বেপারীর ছেলে রবিউল ইসলাম রাব্বি।

বুধবার রাত তিনটার দিকে বিজিবি ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এ সোনা উদ্ধার করা হয়। এসময় অভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুরে ব্যারিকেড দেয়। এতে বিপুল পরিমাণ সোনার চালানটি বিজিবির জালে ধরা পড়ে।

বুধবার বিকাল চারটায় যশোর ৪৯ ব্যাটালিয়নের লে: কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বিজিবি যশোর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে তিনি উদ্ধারকৃত সোনা চোরাচালানের ওই তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিপুল পরিমাণ সোনার এ চালানটি চোরা কারবারিরা ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে নিয়ে আসছিলেন। বেনাপোল এলাকার সীমান্তের চোরাপথ দিয়ে ওই সোনা ভারতে পাচার করা হতো। প্রাইভেট কারের চাকার পাশে বিশেষ কায়দায় সোনাগুলো লুকানো ছিল। বিষয়টি তারা জানতে পেরে জেলা প্রশাসককে অবগত করেন। এরপর বিজিবি ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ওই ছয় জনকে আটক করা হয়। এসময় তিনটি প্রাইভেটকার থেকে ১৩৫ পিছ স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১৫ কেজি ৮শ’ গ্রাম। আনুমানিক মূল্য ধরা হয়েছে ১৩ কোটি ৫৮ লাখ ৮০ টাকা।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন