হোম জাতীয় ট্রেনের আসন কেটে নেয়ায় জামালপুরে মানববন্ধন

জাতীয় ডেস্ক :

জামালপুর থেকে আন্তঃনগর তিস্তা ট্রেনের ৬০টি আসন কেটে নেয়ায় মানববন্ধন করেছে পরিবেশ রক্ষা আন্দোলন ও সম্মিলিত সামাজিক আন্দোলন কমিটি। বুধবার (১ মে) দুপুরে স্টেশনের প্ল্যাটফর্মে এই মানববন্ধন করা হয়।

স্টেশনের প্ল্যাটফর্মে মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিম। এ সময় বক্তব্য দেন সম্মিলিত সামাজিক আন্দোলনের উপদেষ্টা সাংবাদিক উৎপল কান্তি ধর, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাংবাদিক এমএ জলিল, সম্মিলিত সামাজিক আন্দোলনের উপদেষ্টা আমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ, সম্প্রীতি বাংলাদেশ জেলা শাখার সদস্যসচিব তুষার মল্লিক, সচেতন নাগরিক কমিটির সদস্য রাসেল মিয়া এবং সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক হিল্লল সরকার।

বক্তারা বলেন, ঢাকা থেকে জামালপুরে মাত্র ৪টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। ট্রেনে যাতায়াতকারী যাত্রীসংখ্যা বেশি হওয়ায় যেখানে অতিরিক্ত ট্রেনের দাবিতে দীর্ঘদিন ধরে জেলাবাসী আন্দোলন করে আসছে, রেলমন্ত্রীর আশ্বাসের পরও ট্রেন তো দেয়া হচ্ছেই না; বরং গত ১৯ মে থেকে আন্তঃনগর তিস্তা ট্রেনের একটি বগি কেটে নিয়েছে রেল বিভাগ। ফলে ৬০ আসন থেকে বঞ্চিত হচ্ছেন জেলার রেলযাত্রীরা। মানববন্ধনে বলা হয়েছে, দ্রুত সময়ের মধ্যে তিস্তা ট্রেনের কেটে নেয়া বগি ফিরিয়ে দেয়া না হলে আন্দোলন আরও বেগবান করা হবে।

জামালপুর রেলওয়ের কর্তব্যরত স্টেশন মাস্টার শেখ উজ্জ্বল মাহমুদ বলেন, গত ১৯ মে আন্তঃনগর তিস্তা ট্রেনের ‘ঠ’ কোচটি চলাচলের অনুপযোগী হওয়ায় মেরামতের জন্য ডকে পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বগিটি তিস্তা ট্রেনে সংযুক্ত করা হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন