হোম ফিচার ছাত্রদলের ৩৫ নেতাকর্মীকে আগাম জামিন

রাজনীতি ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ ৩৫ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১ জুন) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান।

রাষ্ট্রপক্ষের সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান জানান, শাহবাগ ও পল্টন থানায় দায়ের হওয়া মামলায় তাদের ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন। পরে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের প্রতিবাদে ছাত্রদল কমসূচির আয়োজন করে। ওই কর্মসূচিতে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে গত ২৭ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতাকর্মীদের আসামি করে পল্টন ও শাহবাগ থানায় মামলা হয়।

এতে ছাত্রদলের সভাপতি সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র সভাপতি রাশেদ ইকবাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব, ঢাবি ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন, ঢাবি ছাত্রদলের সদস্যসচিব মো. আমানুল্লাহ আমানসহ অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন