হোম অন্যান্যসারাদেশ বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে প্রাক-বাজেট ২০২২ আলোচনা অনুষ্ঠিত, জেন্ডার সংবেদনশীল বাজেট প্রনয়নের দাবী

নিজস্ব প্রতিনিধি :

১ জুন রবিবার সকাল ১০টায় সাতক্ষীরাতে বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জেন্ডার সংবেদনশীল বাজেট প্রনয়নের দাবিকে সামনে রেখে স্বদেশ সংস্থার সভাকক্ষে প্রাকবাজেট আলোচনাসভায় সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সাতক্ষীরা জেলার সভানেত্রী আনজুয়ারা বেগম।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদও উপজেলা ভাইসচেয়ারম্যান কোহিনুর ইসলাম, বিশেষ অতিথি জনাব আ.হ.ম তারেক উদ্দিন, প্রফেসর ইদ্রিস আলী, স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক মাধব চন্দ্র দত্ত, বীর মুক্তিযোদ্ধা সুবাস সরকার। আলোচনাপত্র উপস্থাপনা করেন, মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক রুপা বসু।

বক্তব্য রাখেন, সুন্দরবন ফাউন্ডেশনের পরিচালক আফজাল হোসেন, নারী নেত্রী জোছনা বেগম, হফিজা বেগম, সাবিকুন্নাহার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য জ্যোৎস্না দত্ত।

বক্তারা চলমান উন্নয়নের ধারা অব্যহত রাখতে ও নারীর সামাজিক অর্থনৈতিক উন্নয়নে আসন্ন জাতীয় বাজেটে খাতওয়ারী নারীর উন্নয়ন বাজেট বরাদ্দের দাবী জানান।

বক্তার বলেন,কোভিড-১৯ মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে নারীরা । এক্ষেত্রে জেন্ডার বাজেট নিয়মিতভাবে তৈরি করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে মিড-ডে মিল, উপবৃত্তি প্রদানের ব্যবস্থা করতে হবে, সেফটি নেট প্রোগ্রামের আওতায় নতুনভাবে দরিদ্রদের সহায়তা বৃদ্ধি করতে হবে। দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণে জোর দিতে হবে। নারী ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তির হার বৃদ্ধি করতে হবে। গ্রামীণ নারীদের স্বল্পসুদে ঋণ দেওয়া, মূলধারার শ্রমবাজারে নিয়ে আসা, দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ প্রদানে গুরুত্ব দিতে হবে। অভিবাসী নারীদের নিরাপদ ও সম্মানজনক কাজে অন্তর্ভুক্তিকরণ, তথ্য সহায়তা দেওয়া, জেন্ডারভিত্তিক ডিভাইস প্রদানে বরাদ্দ বৃদ্ধি করতে হবে। জেন্ডারভিত্তিক তথ্য-উপাত্তে জোর দিতে হবে। অস্বীকৃতিমূলক কাজকে বিবেচনায় নিয়ে আসতে হবে। নারীর ক্ষমতায়নে বাজেট কতটা টেকসইভাবে কার্যকর হচ্ছে। বরাদ্দ যেমন গুরুত্বপূর্ণ, তা নারীর জন্য কতটা কার্যকর হচ্ছে, সেটিও মূল্যায়ন পরিবীক্ষণের ওপর জোর দিতে হবে।

সাতক্ষীরা আলোচনায় মহিলা চেম্বারঅবকমার্স, শ্রমিক সংগঠন, মহিলা মার্কেট সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। উদ্যক্তা সৃষ্টিতে ই-কমার্স এর উপর গুরুত্ব দেওয়ার জন্য জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ দাবি করেন, এ ছাড়া সকল নারীবান্ধব প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা জবাবদিহিতা ও দুর্ণিতি রোধের আহবান জানানো হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন