হোম আন্তর্জাতিক ইরাকে সেনাঘাঁটিতে হামলা, মার্কিন ও ব্রিটিশ সেনাসহ নিহত ৩

ইরাকে সেনাঘাঁটিতে হামলা, মার্কিন ও ব্রিটিশ সেনাসহ নিহত ৩

কর্তৃক
০ মন্তব্য 179 ভিউজ

অনলাইন ডেস্ক :

ইরাকের তাজি সেনাঘাঁটিতে রকেট হামলায় দুই মার্কিনি ও এক ব্রিটিশ সেনা নিহত হয়েছে। ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলীয় ওই ঘাঁটিতে হামলায় আহত হয়েছেন অন্তত ১২ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মার্কিন সেনাবাহিনীর সূত্র বলছে, নিহত ব্যক্তিদের মধ্যে একজন মার্কিন সেনা, একজন মার্কিন ঠিকাদার এবং একজন ব্রিটিশ সেনা রয়েছেন। নিহতদের নাম এখনো প্রকাশ করা হয়নি।

ইরানের জ্যেষ্ঠ কমান্ডার কাসেম সোলেইমানি গত জানুয়ারি মাসে ড্রোন হামলায় নিহত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরাকের সম্পর্কে টানাপোড়েন চলছে।

কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর গত ৮ জানুয়ারি ইরাকের আল-আসাদে যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটিতে ইরানের পাল্টা হামলায় শতাধিক সেনা মস্তিষ্কে আঘাতজনিত সমস্যায় ভুগছেন। তবে ওই হামলার পর বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান আর বাড়াবাড়ি না করায় আর বড় ধরনের কোনো ঝামেলার ঘটনা ঘটেনি।

ইরাক ও সিরিয়ায় নিযুক্ত মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর বিবৃতি নিশ্চিত করেছে, ইরাকের ওই ঘাঁটিতে ১৮টি রকেট হামলা হয়েছে। হামলায় জোট বাহিনীর তিন সেনা নিহত হয়েছেন।

এর আগে এক টুইটে জোট বাহিনীর এক মুখপাত্র জানান, গতকাল বুধবার স্থানীয় সময় ৭টা ৩৫ মিনিটে ওই হামলার ঘটনা ঘটে। এ নিয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন