হোম খেলাধুলা ‘সাকিব শেন ওয়ার্নের মতো’

খেলাধূলা ডেস্ক :

বাংলাদেশের সেরা ক্রিকেটার যে সাকিব আল হাসান তাতে কারও সন্দেহ নেই। দলের প্রয়োজনে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং౼তিন বিভাগেই জ্বলে ওঠার সক্ষমতা রয়েছে এ অলরাউন্ডারের। বাংলাদেশের অভিজ্ঞ তারকাদের মধ্যেও তিনি অন্যতম। অভিজ্ঞ সাকিব বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের চোখে শেন ওয়ার্নের মতো। বুধবার (২৫ মে) শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে এমন মতামত প্রকাশ করেন সাবেক প্রোটিয়া তারকা।

তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে ডোনাল্ড বলেন, সাকিবের মতো একজনকে আপনি কী শেখাবেন? ও অনেকটা শেন ওয়ার্নের মতো, এতটাই অভিজ্ঞ। সারা বিশ্ব ঘুরে খেলে অনেক অভিজ্ঞতা হয়েছে তার। দলের সবাইকে চাঙা রাখে, একই জায়গায় টানা বল করে যায়।

পেস বোলিং কোচ হওয়ায় সাকিবকে খুব বেশি পরামর্শ দেওয়া হয়ে ওঠে না ডোনাল্ডের। তবে সাকিব ঠিকই স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের কাছ থেকে সর্বোচ্চটা আদায় করে নেয়౼এমন মন্তব্য করেন ডোনাল্ড। সাবেক প্রোটিয়া তারকার ভাষ্য, ‘আমি জানি হেরাথ ও সাকিব কাছের বন্ধু। যখনই প্রয়োজন পড়ে, তারা কথা বলে নেয়। সাকিব যখন স্পিন বোলিং নিয়ে কথা বলে মনে হয় যেন সে নিজের আলাদা জগতেই আছে। আমি সাকিবের অনেক বড় ভক্ত।’

ওয়ার্নের সঙ্গে তুলনার পাশাপাশি ডোনাল্ড সাকিবকে তুলনা করেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার এবি ডি ভিলিয়ার্সের সঙ্গেও। ডোনাল্ড বলেন, ‘ডাগআউটে আমি কয়েকজনকে বলছিলাম, যখন এবি ডি ভিলিয়ার্সের মতো একজন বলে যে তাকে (সাকিব) ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলা কঠিন, তখন এটি আসলেই কঠিন। আপনারা জানেন, সাকিব খুবই বুদ্ধিমান বোলার। সে গতির তারতম্যে খুবই চতুরতা দেখায়, যা আজ আরও একবার দেখিয়েছে।’

দ্বিতীয় টেস্টে লঙ্কানদের প্রথম ইনিংসে উইকেট পড়েছে ৫টি। সাকিব একাই নিয়েছেন তিন উইকেট। চতুর্থ দিন সাকিব পাঁচ উইকেট তুলে নেবেন বলে আশা করেন ডোনাল্ড। এ সম্পর্কে তিনি বলেন, ‘আশা করি কাল সকালে সাকিব পাঁচ উইকেট তুলে নেবে। এটি দারুণ হবে। তাকে দলে পাওয়া অসামান্য ব্যাপার। তার অভিজ্ঞতা, তার নেতৃত্ব দলের জন্য অমূল্য।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন