অনলাইন ডেস্ক
বাংলাদেশে একদিন পর আবারো শনাক্তের সংখ্যা ১৬০০ পার করেছে, এবারে শনাক্ত হয়েছে ১৬১৭ জন।
দশ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে এই সংখ্যক রোগী শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত বাংলাদেশে ২৬৭৩৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।
বাংলাদেশে এখন পর্যন্ত ২ লাখের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত ৪৩টি ল্যাব কাজ করছে নমুনা পরীক্ষায়, নতুন করে যোগ হয়েছে বেসরকারি ইউনাইটেড হাসপাতাল।
গত চব্বিশ ঘণ্টায় বাংলাদেশে নতুন করে মারা গেছেন ১৬ জন। এখন পর্যন্ত মোট মারা গেছেন ৩৮৬ জন।
সরকারি হিসেব অনুযায়ী এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজারের বেশি।
বাংলাদেশে সুস্থতার হার ১৯.৪৭%।
শনাক্ত রোগীর বিপরীতে মৃত্যুর হার ১.৪৪%।