নড়াইল অফিস :
নড়াইলের লোহাগড়া উপজেলায় ভিজিএফ’এর চাল আত্মসাতের ঘটনায় কাশিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমানসহ ৩জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার(১৯মে) যশোর বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালতে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক মোহাঃ মোশাররফ হোসেন মামলাটি করেন। মামলা নং-১৫/২০২২
মামলার বিবরনে জানা যায়,২০১৯ সালের ৮ আগষ্ট ঈদুল আযহায় ২৭৭০ জন গরীব মানুষের মাঝে বিতরনের জন্য ৪১.৫ মে.টন চাল বরাদ্দ পায় কাশিপুর ইউনিয়ন। ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান ডিও গ্রহন করে ২৪ মে.টন চাল উত্তোলন করেন। জায়গা না থাকার অযুহাতে বাকি ১৭.৫৫০ মে.টন চাল লোহাগড়া খাদ্যগুদামে রাখেন। ৯আগষ্ট দুপুরে খাদ্যগুদাম থেকে ব্যবসায়ী মোঃ শাহাবুর রহমান এর সহায়তায় ৩.৬ মে.টন চাল গুদাম থেকে তুলে বিক্রি করা হয়। ঐ দিন বিকালে নড়াইল-যশোর সড়কের সারুলিয়া চায়না প্রজেক্ট এর সামনে থেকে পুলিশ চুরি হওয়া চাল নসিমন সহ আটক করে। প্রতি বস্তায় ৩০ কেজি করে ১২০ বস্তা চাল আটক করে দুদকে মামলা প্রেরন করে।
২০১৯ সালের ৩.৬ মেট্রিকটন চাল বিতরন না করে আত্মসাৎ এর ঘটনা প্রমাণিত হওয়ায় তৎকালীন লোহাগড়া খাদ্যগুদাম কর্মকর্তা (বর্তমান ঝিনাইদহ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোঃ কামরান হোসেন,শারুলিয়া গ্রামের চাউল ব্যবসায়ী মোঃ শাহাবুর রহমান এবং কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান এর নামে মামলা করা হয়।
দুদকের এই মামলা বিষয়ে কাশিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান বলেন,গোডাউন থেকে টি আর এর মাল বিক্রি হয়েছে যা কিনেছে চাউল ব্যবসায়ী সাহাবুর। এ মাল তো আমার না, এটা আমার বিরুদ্ধে একটা যড়যন্ত্র।