জাতীয় ডেস্ক :
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের এজলাসে ৩টি মামলার শুনানি হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) উভয় পক্ষের উপস্থিতিতে পৃথকভাবে শুনানি হয়।
এদিন বেলা ১১টায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন বনাম গ্লোব এডিবল এডিবল অয়েল লিমিটেড এবং বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন বনাম এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড মামলার শুনানি গ্রহণ করা হয়।
মামলা দুটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২২ জুন যথাক্রমে বিকেল ৩টা ও সাড়ে ৩টায়।
এ ছাড়া বৃহস্পতিবার বিকেল ৩টায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন বনাম শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মামলার শুনানিও গ্রহণ করা হয়। এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৭ জুন বিকেল ৩টায়।