কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে তৃতীয় দিনের ১ম খেলায় কয়লা ইউপি একাদশ জয়ী হয়েছে।
মঙ্গলবার(১৭ মে) সরকারি পাইলট হাইস্কুল মাঠে প্রথম খেলায় জয়নগর ইউনিয়ন পরিষদ একাদশকে ২-০ গোলে পরাজিত করে কয়লা ইউপি পরিষদ একাদশ জয়লাভ করে। ২য় খেলায় কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ একাদশ ১-০ গোলে দেয়াড়া ইউপি একাদশকে পরাজিত করে জয়ী হয়। একই মাঠে দিনের শেষ খেলায় কেরালকাতা ইউনিয়ন পরিষদ একাদশ ট্রাইব্রেকারে ২-১ গোলে চন্দনপুর ইউপি একাদশকে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
খেলাগুলি পর্যায়ক্রমে পরিচালনা করেন(রেফারি) মিয়া ফারুক হোসেন স্বপন,মাসউদ পারভেজ মিলন,মোশাররফ হোসেন,সাইদুর রহমান,মোমিনুর রহমান, সাজেদুল করিম তপু,শান্ত,সাইফুল ইসলাম, সাজু হালদার। ধারাভাষ্যে ছিলেন সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম, মান্টার শেখ শাহাজাহান আলী শাহীন ও রুস্তম আলী।
উপজেলা প্রশাসন আয়োজনে টুর্ন্টামেন্টে অনুষ্ঠিত খেলাগুলি অতিথি হিসাবে উপস্থিত থেকে উপভোগ করেন সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার রনজিৎ কুমার হালদার, ডাক্তার বাপ্পি দাস, ডাক্তার তরিকুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( তদন্ত) হাফিজুর রহমান, বি,আর,ডি,বি অফিসার সোহেল হোসেন, আইসিটি’র সহকারি প্রোগ্রামার মোতাহার হোসেন, ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, স,ম মোরশেদ আলী, আফজাল হোসেন হাবিল, বিশাখা তপন সাহা, শেখ সোহেল রানা, ডালিম হোসেন, পরিসংখ্যন কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ, ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শরিফুল ইসলাম, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আলহাজ্ব জাহিদুর রহমান খান চৌধুরী জাহিদ, ক্রীড়া সংগঠক আঃ রশিদ কচি, কপাই সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা, রেজাউল করিম লাভলু, নাজমুল হাসনাইন মিলন, সুলতান আহমেদ,সাংবাদিক সরদার জিল্লুর রহমান সহ অসংখ্য ক্রীড়প্রেমী দর্শকবৃন্দ।
উল্লেখ্য, একই মাঠে বুধবার বেলা ২ টায় ১ম সেমিফাইনালে কয়লা ইউপি বনাম কুশোডাঙ্গা ইউপি একাদশ মুখোমুখি হবে।পরবর্তীতে বিকাল ৪ টায় ২ য় সেমিফাইনালে কেঁড়াগাছি ইউপি একাদশ প্রতিদ্বন্দীতা করবে কেরালকাতা ইউনিয়ন পরিষদ একাদশ।