জাতীয় ডেস্ক :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলছেন, ‘সরকারের অন্যায়ের প্রতিবাদ করা সাংবিধানিক অধিকার। প্রতিবাদ করতে গিয়ে আর আমরা মার খাব না, কোনো আক্রমণ হলে সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে প্রতিরোধ করতে হবে।’
রোববার (১৫ মে) বিকেলে ময়মনসিংহ শহরের নতুনবাজারে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ জেলা ও মহানগর বিএনপি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
দুপুর থেকে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। এর আগে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে সরকারবিরোধী স্লোগান দিতে দিতে সমাবেশস্থলে জড়ো হয়।
সমাবেশে বক্তারা অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করেন। এ ছাড়া খালেদা জিয়ার মুক্তির দাবি ছিল প্রতিটি নেতাকর্মীর মুখে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি তুলে ধরে এর জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেন বক্তারা।