কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় ‘জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট ( বালক অনুর্ধ -১৭) অনুষ্ঠানের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে বৃহস্পতিবার(১২ মে) সকাল ১১ টায় ইউএনও’র কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি রুলী বিশ্বাস।
এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমান সান্টু, ইউপি চেয়ারম্যান ক্রীড়া ব্যক্তিত্ব মাহবুবর রহমান মফে, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান আ’লীগ নেত্রী বিশাখা তপন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, উপজেলা আইসিটি’র সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী জাহিদ, প্রধান শিক্ষক আঃ রব, প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউট’স সাধারন সম্পাদক রুহুল আমীন, ক্রীড়া সংগঠক ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের সভাপতি আঃ রশিদ কচি, পাবলিক ইনস্টিটিউট সাধারন সম্পাদক ক্রীড়া ব্যক্তিত্ব এ্যাডঃ শেখ কামাল রেজা, সিনিয়র সাংবাদিক আজাদুর রহমান খাঁন চৈধুরী পলাশ, কাউন্সিলর যুবলীগ নেতা জি,এম শফিউল আলম, মাস্টার আব্দুল মান্নান, ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, ক্রীড়া ব্যক্তিত্ব মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, ক্রীড়া সংগঠক দিলীপ ঘোষ, সিরাজুল ইসলাম সহ ক্রীড়াব্যক্তিত্ব, সাংবাদিক ও সূধিবৃন্দ।
সভায় আগামী ১৫ মে রবিবার সকাল ৯ টায় পৌরসভা সহ উপজেলার ১২ টি ইউনিয়নের খেলোয়াড়দের( বালক অনুর্ধ-১৭) অংশগ্রহনে সরকারি হাইস্কুল মাঠে ফিকচার অনুযায়ী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হবে বলে জানা যায়। সভা শেষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস ফুটবল মাঠ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
